সাইফ চন্দনের চার ছবি

0
306

খুলনাটাইমস বিনোদন: বাংলা চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন চার ছবি নির্মান করছেন! এরইমধ্যে ‘ওস্তাদ’ ছবির শুটিং অর্ধেক শেষ করেছেন! আগামী মাসেই ছবির পুরো শুটিং শেষ করবেন বলে জানা যায়! জসিমউদ্দিনের কাহিনীতে ‘ওস্তাদ’র স্ক্রিপ্ট লিখেছেন ফেরারি ফরহাদ! ফিল্ম ওয়াল্ড এর ব্যনারে ছবিটি প্রযোজনা করছেন মোহাম্মদ নিপ্পন! ছবিতে অভিনয় করেছেন রোশান, উষ্ণ, মিমি, তাসকিন, রিপা, শানুশিবা, ডন, সিনহা, অলংকার, স্বাধীন, তানভীর, সাইফসহ আরো কয়েকজন চমক! এছবি ছাড়াও সাইফ চন্দন এরইমধ্যে গুছিয়ে নিয়েছেন ‘মন্ত্র’ সিনেমার স্ক্রিপ্ট ও আনুসাংগিক! শিল্পী তালিকা চুড়ান্ত করেই ফেব্রুয়ারি মাস থেকে তিনি ছবির শুটিং শুরু করবেন বলে জানা যায়! টানা শুটিং এর মধ্যে দিয়েই ছবিটি শেষ করার ইচ্ছে আছে! ‘মন্ত্র’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাসুম রেজা! আরবিএস টেক এর ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন! ইতিমধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান ‘মন্ত্র’সহ তিন ছবির নাম ঘোষনা দিয়েছেন! এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে দুটি ছবির নাম নিবন্ধন করেছেন সাইফ চন্দন জানা যায়! ছবি দুটি হলো- ‘কাপ্তান’ ও ‘কয়লা’! মারচ ও মে মাসে এই দুই ছবির শুটিং ডেইট করছেন নিরমাতা! সাইফ চন্দন বলেন, প্রাথমিকভাবে শুটিং শিডিউল প্রতি মাসে আলাদাভাবে গুছিয়ে রাখছি! একটি ছবি শেষ না করে অন্য ছবির শুটিং এ না যেতে হয়! পাশাপাশি স্ট্রং টি ম গড়েছি- যাতে প্রতিটা ছবিকেই আলাদা আলাদাভাবে গুরুত্ব দিতে পারি! আর তাছাড়া প্রতিটা ছবির গল্প ও প্রেজেন্টেশন আলাদা! সো, চ্যালেঞ্জটাও বেশী! আল্লাহ ভরসা! দেখা যাক কতটা গুছিয়ে দর্শক পছন্দের মতো ছবি নিরমাণ করে এগুতে পারি! সাইফ চন্দনের সবশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আব্বাস’! এর আগে তিনি নির্মাণ করেছিলেন ‘ছেলেটি আবোল তাবল মেয়েটি পাগল পাগল’ ও ‘টার্গেট’!