মেলার গানে রেকর্ড গড়লেন নয়ন দয়া

0
411

খুলনাটাইমস বিনোদন: ‘রথের মেলা, মনের মেলা, রসের মেলা রে.. গানে’ বাজিমাত করে রেকর্ড গড়লেন নবাগত কন্ঠশিল্পি নয়ন দয়া। সম্প্রতি এই গায়কের বেশ কয়েকটি গান বাজারে এসেছে। এরমধ্যে ‘সাবধান হও নারী’ স্টুডিও ধারণকৃত ভিডিও গানটি ড্রাগন মাল্টিমিডিয়ার ব্যানারে প্রথম রিলিজ হয়। ‘তোমরা যারা নারী, দিচ্ছো জীবন পাড়ি, জন্মাওনিতো তোমরা কেবল, ঠেঁলতে চুলোর হাঁড়ি, সাবধান হও নারী’ গানটি ব্যাপকভাবে গ্রহনযোগ্যতা পায়। এবার ‘রসের মেলা’ শীর্ষক গানে মেতেছে সারাদেশ। বিশেষ করে বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ের গান ডাউনলোড দোকানে ‘নয়ন দয়ার’ মেলার গানটি মোবাইলে নিতে ভীড় করছেন তরুণ তরুণীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রমন থেকে শুরু করে গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে মেলার এই গান বাজানো হচ্ছে। গানটি ব্যাপকভাবে নেটি দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্নস্থানে কনসার্টে আমন্ত্রণ পাচ্ছেন মেলার গানের গায়ক। মঞ্চে উঠেই মেলার গানটি দিয়েই শুরু হচ্ছে কনসার্ট। রিতিমতো মেলার গানে রেকর্ড গড়েছেন সাংবাদিক থেকে গায়ক বনে যাওয়া নবাগত কন্ঠশিল্পি নয়ন দয়া। বর্তমান সময়ের সাথে মেলার গানের মিল রাখায় সারাদেশেই আলোচিত হয়েছে গানটি। গানটি লিখেছেন চলচ্চিত্র পরিচালক এম সাখাওয়াৎ হোসেন, সংগীত করেছেন মম রহমান। সম্প্রতি রাজধানীর মগবাজারে মম মিউজিক স্টুডিওতে গানটি রেকর্ড হয়। নিজের সুরেই গান গেয়েছেন নয়ন দয়া খ্যাত নজরুল ইসলাম। কন্ঠশিল্পি নয়ন দয়া বলেন, ভক্তপ্রিয়তায় আমি গর্বিত এবং ধন্য। ভক্তদের ভালোবাসা আছে, গান রেকর্ড চলমান থাকবে। গান আমার সাধনায় ছিল, পেশার জায়গায় পেশা আছে। আমার এই গানে সহযোগীতা করেছেন অভিনেতা এসএ সরদার। মেলার গানটি গ্রহণযোগ্যতার কৃতীত্ব চলচ্চিত্র পরিচালক সাখাওয়াৎ হোসেন দাদুর। তিনি লিখেছেন বলেই আমি গেয়েছি, আমি মনে করি আমার আগে সবটুকু কৃতীত্ব তাঁরই।