সাংবিধানিক সঙ্কট নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের আদেশ আজ

0
119
সাংবিধানিক সঙ্কট নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের আদেশ আজ

টাইমস বিদেশ : পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়া ও সাংবিধানিক সঙ্কট নিয়ে সুপ্রিম কোর্টের আদেশ আজ। গত সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের এক বেঞ্চে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট খারিজ এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার বৈধতা নিয়ে শুনানি শুরুর কিছুক্ষণ পর আদালত গতকাল মঙ্গলবার পর্যন্ত তা মুলতবি করেন। স্থানীয় সময় আজ দুপুরে এ বিষয়ে আবারো আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তত্ত¡াবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে, তত্ত¡াবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের পরামর্শ চেয়ে ইমরান খান ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফের কাছে চিঠি দেন পাকিস্তানের প্রেসিডেন্ট। পাকিস্তানের সংবিধান অনুযায়ী তত্ত¡াবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ দুই সপ্তাহ প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারবেন ইমরান খান। ক্ষমতায় টিকে থাকতে সোমবার রাতে ইমরান খানের পক্ষে রাজপথে নামেন বিপুল কর্মী-সমর্থক।