পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নিন্দা রাশিয়ার

0
102
পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নিন্দা রাশিয়ার

টাইমস বিদেশ : পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেষ্টার নিন্দা করেছে রাশিয়া। অবাধ্য ইমরান খানকে যুক্তরাষ্ট্র শাস্তি দেয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছে মস্কো। এক বিবৃতিতে রুশ পরারাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২৩ ফেব্রæয়ারি মস্কোতে ইমরান খানের সফরের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা তার ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে এবং সফর বাতিলের আল্টিমেটাম দাবি করে। বিবৃতিতে আরো বলা হয়, এসবের পরও ইমরান খান মস্কোতে সফর করলে ওয়াশিংটনে পাকিস্তানি রাষ্ট্রদূত তলব করা হয় এবং অবিলম্বে সফর বাতিলের দাবি জানানো হয়। তাদের এ দাবিও প্রত্যাখ্যান করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন জ্যেষ্ঠ ক‚টনীতিক ডনাল্ড লু ষড়যন্ত্রে লিপ্ত বলে উল্লেখ করার পর এ বিবৃতি দিল রাশিয়া। এদিকে, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য এই অনাস্থা ভোট আমেরিকানদের একটি চক্রান্ত বলে যে অভিযোগ তিনি করেছেন তা যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। এরআগে, গত রোববার ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে একটি অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা থাকলেও – যেই ভোটে তিনি শোচনীয় ভাবে পরাজিত হবে বলে ধারণা করা হচ্ছিল-পার্লামেন্টের স্পিকার কাসিম সুরি বিরোধী দলগুলোর জোটের অনাস্থা ভোট করার দাবি নাকচ করে দেন। পরে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি পার্লামেন্ট ভেঙ্গে দেন। পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান দায়িত্ব নেয়ার সাড়ে তিন বছরের মাথায় মন্ত্রিসভা বাতিল করে দিয়েছেন। অনাস্থা ভোট আয়োজনের প্রক্রিয়াকে ‘সরকারের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করেছেন ইমরান খান। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার বিরুদ্ধে বিরোধীদলগুলো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় ইমরান খানের ভাগ্য এখন ঝুলছে আদালতের সিদ্ধান্তের ওপর। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজের জেরে বর্তমান পরিস্থিতির বৈধতার বিষয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত শুনানি মুলতবি করেছে সুপ্রিম কোর্ট। এর আগে এ বিষয়ে সুপ্রিম কোর্ট একটি যৌক্তিক আদেশ জারি দিতে পারে বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি উমর আতা বানদিয়াল। গত রোববার নাটকীয় পরিস্থিতিতে পার্লামেন্ট ভেঙে দেয়া হয়। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দেয়ার পর প্রধানমন্ত্রী ইমরানের প্রস্তাব মেনে নিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের সিদ্ধান্তের কথা জানান।