সরকারি কেবিএ কলেজে রোভার মুড ও কমডেকা বাস্তবায়নে কমিটির প্রস্তুতি সভা

0
561

দেবহাটা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জেলা রোভার মুড ও ৬ষ্ঠ জেলা কমডেকা বাস্তবায়নের উপলক্ষে দেবহাটা উপজেলাধীন সখিপুরের ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় কলেজ আইসিটি রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ সাতক্ষীরা জেলা রোভার মুড এবং ৬ষ্ঠ কমডেকা ব্যাবস্থাপনা কমিটির আহবায়ক সাজিয়া আফরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেবিএ কলেজের অধ্যক্ষ ও সাতক্ষীরা জেলা রোভারের সহ-সভাপতি এবং ত্রয়োদশ সাতক্ষীরা জেলা রোভার মুড ও৬ষ্ঠ কমডেকা ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব রিয়াজুল ইসলাম। কেবিএ কলেজের রোভার গ্রুপ সম্পাদক ও জেলা রোভার স্কাউটস্’র কোষাধ্যক্ষ আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা রোভারের সাধারন সম্পাদক এসএম আসাদুজ্জামান,স্বাগত বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আব্দুল মাবুদ গাজী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, জেলা পরিষদের সদস্য আল ফের-দাউস আলফা, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য সরদার আমজাদ হোসেন, দেবহাটা থানার এসআই আসিফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মোর্শেদ, নওয়াপাড়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা আবু সাঈদ, ইউপি সদস্য আকবর আলী, বে-সরকারি সংস্থা আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, সরকারি কেবিএ কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ, সরকারি কেবিএ কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক মো. মইনুদ্দিন খান, প্রাণিবিদ্যা বিভাগীয় প্রধান মো. আজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আকবর আলী, রোভার স্কাউটস্ লিভার প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), রোভার স্কাউটস্ লিডার প্রভাষক রিতা রানী প্রমুখ।সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর নামে আগামী ৪ জানুয়ারি ২০২০ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা জেলার ত্রয়োদশ রোভার মুড ও ৬ষ্ঠ জেলা কমডেকা সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০টি দল এতে অংশ নেবে। অনুষ্ঠান সাফল্য করতে কর্মসূচিতে অংশ নেবেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক, মন্ত্রী পরিষদের ২জন সচিব, সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন সহ উদ্ধতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া অনুষ্ঠানকে ঘিরে জেলা ও উপজেলা পর্যয়ে বাস্তবায়ণ কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানটি সফল করে তুলতে সকলের অবস্থান থেকে সহযোগীতাও চাওয়া হয়।