‘শেখ তন্ময়ের নির্দেশে গ্রামীণ অবকাঠামোর পাশাপাশি আত্মসামাজিক উন্নয়নের কাজ চলছে’

0
243

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনা অনুযায়ী সদর উপজেলার গ্রামীণ এলাকায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আত্মসামাজিক উন্নয়নের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৪২টি পরিবারের মাঝে ইতোমধ্যে স্বচ্ছলতা আনতে সেলাই মেশিন দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এ সব দরিদ্র পরিবারের নারীদের মাঝে এই সেলাই মেশিন বিতারণ করা হয়। অনুষ্ঠানে এমপি শেখ তন্ময়ের একান্ত সহকারী এইচএম শাহীন উপস্থিত থেকে এই সেলাই মেশিন বিতারণ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সেলাই মেশিন বিতারণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানজিল্লুর রহমান, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির বলেন, সদর উপজেলার ৪২টি পরিবারকে স্বাবলম্বি করতে বিনামূল্যে এ সেলাই মেশিন দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরো দেয়া হবে। এমনই নির্দেশনা রয়েছে আমাদের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের।