শার্লি এবদু: হামলায় সহযোগিতার অভিযোগে শুরু হচ্ছে ১৪ জনের বিচার

0
222

খুলনাটাইমস বিদেশ : পাঁচ বছর আগে ফ্রান্সে রম্য ম্যাগাজিন শার্লি এবদুতে হামলায় সহযোগিতা করার অভিযোগে ১৪ জনের বিচার শুরু করছে প্যারিসের একটি আদালত। বিবিসির এক খবরে বলা হয়, আসামিদের মধ্যে ১১ জনের উপস্থিতিতে এবং তিনজনকে পলাতক দেখিয়ে বুধবার থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। ২০১৫ সালের ৭ জানুয়ারি প্যারিসে শার্লি এবদু কার্যালয়ে ঢুকে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করে উগ্রপন্থি মুসলিম দুই ভাই। ওই হামলা পরিকল্পনায় তাদের সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে এ মামলা ১৪ আসামির বিরুদ্ধে। সেদিন তৃতীয় আরেক অস্ত্রধারী এক নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যার পর ইহুদিদের একটি সুপারমার্কেটে হামলা চালায়। মাত্র তিন দিনের মধ্যে সন্ত্রাসী হামলায় ১৭ জনের প্রাণ যায় ফ্রান্সে। শার্লি এবদুতে ওই হামলার প্রতিবাদে ফ্রান্সসহ বিভিন্ন দেশে লাখো মানুষের জমায়েতে ¯েøাগান তোলা হয়েছিল- ‘আমিই শার্লি’। ফ্রান্সে ইসলামপন্থি জঙ্গিদের ধারাবাহিক হামলার সেটাই ছিল শুরু। এরপর গত পাঁচ বছরে ইউরোপের এই দেশটির বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় আড়াইশর বেশি মানুষের প্রাণ গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শার্লি এবদুর হামলাকারীদের সহযোগিতার অভিযোগে এ মামলার বিচার কাজ শুরু হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে তা চার মাস পিছিয়ে যায়। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা হামলাকারীদের অস্ত্র জোগাড় করতে এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন। আসামিদের মধ্যে তিনজন উত্তর সিরিয়া ও ইরাকে পালিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের পলাতক দেখিয়েই এ মামলার বিচার কাজ শুরু হচ্ছে। আইএস এর অবস্থানে বিমান থেকে বোমা ফেলার ঘটনায় ওই তিনজনের মৃত্যু হয়েছে বলে কিছু সংবাদমাধ্যমে খবর এলেও তার সত্যতা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি এবং আইনজীবী মিলিয়ে প্রায় ২০০ ব্যক্তির সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এ মামলায়। সাক্ষ্যগ্রহণ শেষ হতে নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা দিয়েছেন সরকারি কৌঁসুলিরা।