শরীয়তপুরে সালিশে মারধর করা কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

0
184

টাইমস ডেস্ক:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরাত্রা ইউনিয়ন থেকে রজব আলী খাঁ (১৫) নামে এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের আব্বাস ব্যাপারী কান্দি এলাকার একটি খেলার মাঠের পাশের গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পরিবারের অভিযোগ রজব আলীকে হত্যা করা হয়েছে। নিহত রজব আলী জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের সরল খার কান্দি গ্রামের সৈয়দ খাঁর ছেলে। সে পদ্মা নদীতে মাছ ধরত। নিহত রজব আলী খাঁর বড় ভাই নাছির খাঁ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ অক্টোবর পদ্মা নদীতে মাছ ধরতে যায় রজব আলী। তখন মাছ ধরা নিয়ে রজব আলীর সঙ্গে একই গ্রামের দানেস চৌকিদারের ছেলে শাহিন চৌকিদারের ঝগড়া হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়। এ বিষয় নিয়ে গত রোববার সন্ধ্যায় সরল খার কান্দি গ্রামে দরবার সালিশ বসে। কিন্তু সালিশে ওই বিষয় না তুলে ট্রলারের ইঞ্জিন চুরির অপবাদ দিয়ে শাহিন চৌকিদার, তার ভাই সুজন চৌকিদার ও ইশরাফিল চৌকিদার রজব আলীকে লাথি-ঘুষি মারেন। এছাড়া স্থানীয় মেম্বার লিয়াকত খাঁ, মোস্তফা খাঁসহ সালিশকারীরা রজব আলীকে ট্রলারের ইঞ্জিন চুরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাও করেন। সেই সালিশের পর থেকে রজব আলী খাঁ নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি। গতকাল সোমবার সকালে স্থানীয়রা গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধর করে। নিহতের বড় ভাই নাছির খাঁ বলেন, ট্রলারের ইঞ্জিন চুরির অপবাদ দিয়ে আমার ভাইকে হত্যা করেছে শাহিন, সুজন ও ইশরাফিল। আমি এ হত্যার বিচার চাই। নড়িয়া থানার ওসি (তদন্ত) প্রবীণ কুমার চক্রবর্তী বলেন, গতকাল (গত রোববার) সরল খার কান্দি গ্রামে একটি সালিশ হয়েছে শুনেছি। সালিশের পর থেকে রজব আলী নিখোঁজ হয়। আজ (গতকাল সোমবার) আমরা রজব আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তর জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।