লস্কর ইউপি পরিষদ গ্রাম আদালত বিচারিক কার্যক্রম বিভাগের শীর্ষে

0
216

পাইকগাছা প্রতিনিধি: ইউএনডিপি’র সহযোগিতায় বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় গ্রাম আদালতের কার্যক্রম এগিয়ে চলেছে। গ্রাম আদালত সক্রীয়করণ দ্বিতীয় পর্যায়ে স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২০১৭ সালের এপ্রিল মাস থেকে এটি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে এর অগ্রযাত্রা প্রশংসিত হয়েছে। দেশের ইউনিয়ন পরিষদগুলোতে ছোট-খাটো বিবাদ মীমাংসায় ইউপি চেয়ারম্যান সহ বিচারকরা এর সমাধান করছে। উপকৃত হচ্ছে সাধারণ মানুষ। খুলনা বিভাগের মধ্যে বিচারিক কার্যক্রমে লস্কর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ পর্যন্ত চলতি ফেব্রুয়ারি মাসে ২৮০ অভিযোগ গ্রহণ করা হয়। এর মধ্যে ২৭৭টি নিস্পত্তি হয়েছে ও ৩টি পেন্ডিং রয়েছে। নিস্পত্তি মামলা হতে ক্ষতিপূরণ স্বরূপ ২০ লাখ ৯৫ হাজার ৮৭ টাকা আদায় করে বিচার প্রত্যাশীদের হাতে তুলে দেয়া হয়েছে। সর্বশেষ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণের সহায়তায় দেঃ ৯৭/১৯ নং দেওয়ানী মামলায় আবেদনকারী খড়িয়া ৬নং ওয়ার্ডের মৃত উজির আলী গাজীর ছেলে মোঃ গণি গাজী, প্রতিবাদী মৃত দলিল উদ্দীন সানার ছেলে জিয়া সানা। প্রতিবাদীর কাছ থেকে আদায়কৃত ৪৫ হাজার টাকা আবেদনকারীর হাতে তুলে দেন।