রাষ্ট্রপতির কাছে জুডিসিয়াল সার্ভিস কমিশনের প্রতিবেদন পেশ

0
172

টাইমস ডেস্ক:
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পেশ করেছেন কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন জুডিসিয়াল সার্ভিস কমিশনের উপসচিব এজিএম আল মাসুদ। কমিশনের এই কর্মকর্তা জানান, গত ৭ অক্টোবর সন্ধ্যায় বঙ্গভবনে ২০১৯ সালের প্রতিবেদন পেশ করার সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিম। ওই কর্মকর্তা আরও জানান, সাক্ষাত শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব বিফ্রিংয়ে বলেছেন- কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেছেন চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় রাষ্ট্রপতি বলেন, বিচার প্রক্রিয়া তরান্বিত করতে এবং সঠিক সময়ে বিচার সম্পন্ন করতে নিম্ন আদালতে বিচারক নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। কমিশন যোগ্য প্রার্থীদের বাছাই করবে এবং স্বল্পতম সময়ে নিয়োগের পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।