রাজধানীতে রাস্তা থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

0
149

টাইমস ডেস্ক:
রাজধানীর দক্ষিণখান আশকোনা রসুলবাগ এলাকায় রাস্তা থেকে বস্তাবন্দি এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে ওই নারীর নাম না পাওয়া গেলেও পরে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে দুটি নাম পাওয়া যায়।একটি হচ্ছে রোকসানা আক্তার আরেকটি সাথী আক্তার। তার বয়স আনুমানিক ৩০ বছর। গতকাল রোববার সকালের দিকে দক্ষিণখান থানা পুলিশ সংবাদ পেয়ে রসুলবাগ এলাকার রাস্তা থেকে এ লাশ উদ্ধার করে। দক্ষিণখান থানার এসআই রেজাউল করিম জানান, সকালে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি আরও জানান, নিহত নারীর ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে দুটি নাম পাওয়া গিয়েছে। সেটা আমরা যাচাই বাছাই করে দেখছি। পুলিশ আরও জানতে পেরেছে ওই নারী বিমানবন্দর রেল লাইন এলাকায় ঘোরাঘুরি করতো। তবে এটি একটি হত্যাকা-। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার সঠিক কারণ জানা যাবে।
ধামরাইয়ে বাঁশঝাড় থেকে কৃষকের লাশ উদ্ধার: এদিকে ঢাকার ধামরাইয়ে শুকুর আলী (৫৭) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের কাছৈর গ্রামের বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। শুকুর আলী কৃষিকাজের পাশাপাশি মাছ ধরতেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার রাত ৯টার দিকে মাছ ধরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান শুক্কুর আলী। এরপর তিনি আর ফিরে আসেননি। পরে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে সকালে বাঁশঝাড়ে তার রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্র¯‘তি চলছে।