মৎস্যমন্ত্রী খুলনা আসছেন আগামীকাল

0
421

তথ্যবিবরণী : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ছয় দিনের সফরে আগামীকাল ৩ অক্টোবর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ঐ দিন রাত সাড়ে আটটায় নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করবেন।

তিনি ৪ অক্টোবর সকাল নয়টায় খুলনা শহীদ হাদিস পার্কে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর র‌্যালিতে যোগদান, সকাল ১০টায় সার্কিট হাউজ মাঠে জাতীয় উন্নয়ন মেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে যোগাদান, দুপুর ১২টায় খুলনার গল্লামারী মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) এর আওতায় অ্যারেটর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। মন্ত্রী বেলা একটায় জাহানাবাদ ইংলিশ স্কুল পরিদর্শন ও মতবিনিময় সভায়, বিকাল চারটায় ডুমুরিয়া কুলটি মাধ্যমিক বিদ্যালয়ে গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুব সমাবেশে এবং রাত আটটায় নিজ বাসভবনে আটলিয়া ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।

মন্ত্রী ৫ অক্টোবর সকাল ১০টায় ডুমুরিয়া বানিয়াখালি বাজার কেন্দ্রেীয় জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন, দুপুর ১২টায় শরাফপুর আলিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন, বিকাল চারটায় বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায়, রাত সাড়ে সাতটায় নিজ বাসভবনে ডুমুরিয়া উপজেলা ইমাম ওলামাদের সাথে মতবিনিময় এবং রাত সাড়ে আটটায় রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।

মন্ত্রী ৬ অক্টোবর সকাল ১০টায় ডুমুরিয়া শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা যুব মহিলা লীগের সম্মেলনে, বিকাল সাড়ে তিনটায় ডুমুরিয় উপজেলা চত্ত্বরে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবং রাত সাতটায় নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করবেন।

তিনি ৭ অক্টোবর সকাল নয়টায় ডুমুরিয়া মৎস্যবীজ খামারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সকাল পৌনে ১০ টায় ডুমুরিয়া কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১০ টায় কলেজের নবীন বরন অনুষ্ঠানে এবং সকাল ১১টায় ডুমুরিয়া শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রী দুপুর সাড়ে ১২ টায় ফুলতলা স্কাউট ভবনে উপজেলা স্কাউট এর কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে, বিকাল তিনটায় ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং সন্ধ্যা ছয়টায় নিজ বাসভবনে স্থানীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রী ৮ অক্টোবর সকাল ১০টায় নিজ বাসভবনে স্থানীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় এবং দুপুর ১২টায় ভারতীয় হাই এর সাথে মতবিনিময় করবেন। মন্ত্রী বিকেলে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।