‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়-এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’ শ্লোগানে খুলনায় অহিংস দিবস পালন

0
342

খবর বিজ্ঞপ্তি : ‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়-এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টায় খুলনার খালিশপুর ও বটিয়াঘাটা উপজেলা ও সাতক্ষীরা জেলার আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পিস প্রেসার গ্রুপ,সুজন-সুশাসনের জন্য নাগরিক ও দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত হয়। উক্ত মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠানে ৪ উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব, জন প্রতিনিধি, পিপিজি সদস্যবৃন্দ, সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির সদস্য সহ বিভিন্ন শ্রেনীপেশার ৪ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
খালিশপুর পাওয়ার হাউজ মোড়ে বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন সুজন মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম। কর্মসূচীতে অংশ নেন পিস প্রেসার গ্রুপের এ্যাম্বেসেডর এড. আনোয়ারা মমতাজ আন্না ও নিজাম উর রহমান লালু, খুলনার সমন্বয়কারী পলাশ মন্ডল, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেব বাবলু, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন, শফিকুল ইসলাম অভি, মোল্যা মুরাদ হোসেন রিপন, আসিফ ইকবাল, খলিলুর রহমান, প্রফেসর মহিউল ইসলাম, মাহবুবুল হক, মনিরুজ্জামান মনি, জাহিদুল ইসলাম বাদশা, জেসমিন আক্তার, এস এম জসিম প্রমূখ।