মোড়েলগঞ্জে ১০৬নং বি উমাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ ফেরৎ

0
269

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়নের ১০৬নং বি উমাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু উদ্বিত্ত ভাঙ্গা অকেজো বেঞ্চ ফেরৎ দেওয়া হয়েছে।
জানাগেছে, উত্তর চিপা বারইখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানুর বেগম তার বিদ্যালয়ের আসবাপপত্র কম থাকার কারনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বসার জন্য ১০৬নং বি উমাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু ভাঙ্গা অকেজ পরিত্যক্ত উদ্বিত্ত বেঞ্চ ধারে প্রদত্ত প্রয়োজনে ফেরৎ দিবার অঙ্গিকার প্রদানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত আবেদন করেন।
তার পেক্ষিতে তৎকালিন উপজেলা শিক্ষা অফিসার আনিছুর রহমান স্মারক, উশিঅ/মোরেল ২০১৭/৯৫০,তারিখ-০৭-১১-২০১৭ইং আদেশ বলে উক্ত বিদ্যালয়ে থেকে ৭ জোড়া বেঞ্চ, ২টি টেবিল, ২টি চেয়ার দেবার জন্য বিদ্যালয়ের তৎকালিন প্রধান শিক্ষক শ্রীপতি হালদারকে আদেশ দেন। উক্ত প্রধান শিক্ষক সংশ্লিষ্ট ক্লাষ্টার অফিসার মোস্তাকিন বিল্লার সাথে আলাপ করে উক্ত মালামাল সরবরহ করেন। পরবর্তীতে ১০৬নং বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মাসুম জাকারিয়া মালামাল ফেরৎ চাহিয়া ০১-০৯-২০১৯ ইং তারিখে লিখিত আবেদন উত্তর চিপা বারইখালী বেসরকারি প্রধান শিক্ষকের কাছে আবেদন করা হলে গত ০২-০৯-২০১৯ ইং তারিখ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরবরাহকৃত মালামাল ফেরৎ দিলে প্রধান শিক্ষক বুঝিয়া পেয়েছেন মর্মে লিখিত প্রদান করেন। যাহা গত ইং ০৩-০৯-২০১৯ তারিখ বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরেজমিনে পরিদর্শনে গিয়ে উক্ত মালামাল বিদ্যালয়ে সংরক্ষিত দেখতে পান।