২০০৫ সালে ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলা করেছিল বিএনপি-জামায়াত সরকার-সুজিত অধিকারী

0
134

খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী বলেছেন, ২০০৫ সালের ১৭ আগস্টে একযোগে ৬৩ জেলায় তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে একটি তালেবানী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল এবং বিশ্বের বুকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে জানান দিতে চেয়েছিল। সেই সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও বোমা হামলার পরিকল্পনাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। দেশব্যাপী সিরিজ বোমা হামলায় নিহত সকল শহীদদের স্মরণে বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০মিনিটে দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট কাজী বাদশা মিয়ার সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবার পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম,এম,মুজিবর রহমান, এডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, বি.এম.এ সালাম, রফিকুর রহমান রিপন, আলহাজ্ব সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ,মোঃ কামরুজ্জামান জামাল, সরদার আবু সালেহ, এস এম খালেদীন রশিদী সুকর্ন, মোখলেছুর রহমান বাবলু, কাজী শামীম আহসান, রকিবুল ইসলাম লাবু, হালিমা ইসলাম, মোল্লা মোজাফফর হোসেন, মোঃ খায়রুল আলম, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, শেখ মনিরুল ইসলাম, শিউলি সরোয়ার, জামিন খান, মানিকুজ্জামান অশোক, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, শেখ মোঃ আবু হানিফ, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, আজিজুর রহমান রাসেল, এডভোকেট সেলিনা আক্তার পিয়া, হাজী সাইফুল খান, মনোয়ারা খাতুন শিউলি, আহমেদ ফিরোজ ইব্রাহিম তন্ময়, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস ,মোঃ হারুনুর রশীদ, মোঃ ইমরান হোসেন, বিধান চন্দ্র রায়, হাবিবুল্লাহ বাহার হাবিব, এইচ এম কামাল হোসেন, তালিউর রহমান সানি, মারুফ হোসাইন, মৃনাল কান্তি বাছাড়, বাধন হালদার, পলাশ রায় প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৫ আগষ্ট ও ১৭ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।