মোরেলগঞ্জে বাংলাদেশ নি¤œমধ্য দেশে উত্তরণে সপ্তাহ ব্যাপি কর্মসূচি পালন

0
406

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
বাংলাদেশ নি¤œমধ্য আয়ের দেশে উত্তরণে জাতিসংঘের নির্ধারিত শর্তাবলী ইতোমধ্যে অর্জন করায় উন্নয়নের ইতিহাসে অনবদ্য এই অর্জন উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হযেছে।
এ উপলক্ষ্যে সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর নেতৃত্বে র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগীতা ও উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাংকন প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজমিন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান। । বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমজাদ হোসেন, অধ্যাপক প্রবীর কুমার নাথ,পিআইও দপ্তরের ফিল্ড সুপার ভাইজার শুভঙ্কর মন্ডল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভারত চন্দ্র সরদার, সাংবাদিক মেহেদী হাসান লিপন।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে মাধ্যমিক স্তরে ১ম স্থান অধিকার করে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মাজহারুল ইসলাম, ২য় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফাতিমা জান্নাত মুনিয়া, ৩য় টাউন মাধ্যমিক ািবদ্যালয়ের ছাত্র মো. ইব্রাহিম। উচ্চ মাধ্যমিক শাখায় সেলিমাবাদ ডিগ্রী কলেজের ছাত্রী রওশন আরা তুলি, ড.হিরম্ময় বিএম কলেজের ছাত্রী নাসরিন ও ৩য় মারুফা আ্কতার।