বন্ধকৃত রাষ্ট্রয়াত্ব জুট মিলের বকেয়া মুজুরি ও বোনাস ঈদের পূর্বেই পরিশোধের দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

0
282

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
১ জুলাই ২০২০ তারিখে বাংলাদেশ পাটকল কর্পোরেশন নিয়ন্ত্রীত ২৫ টি জুট মিল বন্ধ হয়। মিল গুলিতে সর্বসাকুল্যে ৭০ হাজার শ্রমিক কর্মরত ছিলো। করোনার দুর্যোগপূর্ন কালীন সময়ে ৭০ হাজার পরিবারকে ঈদের পূর্বে বকেয়া মুজুরি, বেতন ও বোনাস পরিশোধের দাবি জানানো হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এক জরুরী নির্বাহী বৈঠক শনিবার সকাল ১০ টায় খালিশপুর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খান গোলাম রসুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এর পরিচালনায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, ফিরোজ মিয়া, ইউনুস মিয়া, সিরাজুল ইসলাম, মুমিনুল ইসলাম, বজলুর লশিদ, আনিসুর রহমান মন্টু, শহিদুল ইসলাম, শাহ আলম প্রমুখ। এসময় বক্তারা ঈদের পূর্বেই অসহায় শ্রমিকদের বকেয়া, মুজুরি ও বোনাস অবশ্যই পরিশোধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।