মেঘনায় ডুবে যাওয়া ইলিশা ঘাটের পন্টুন উদ্ধার

0
166

খুলনাটাইমস: ঝড়ের কবলে পড়ে ভোলার মেঘনায় ডুবে যাওয়া ইলিশা ঘাটের পন্টুনটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারি জাহাজ ‘নির্ভিক’ তিনদিন চেষ্টা চালিয়ে গতকাল শুক্রবার সকালে পন্টুনটি উদ্ধারে সক্ষম হয়। এরআগে, গত ১৮ আগস্ট ঝড়ের কবলে পড়ে পন্টুনটি ডুবে যায়। বিআইডবিøটিএ’র অতিরিক্ত পরিচালক কামরুজ্জামান জানান, তিনদিন চেষ্টার পর পল্টুনটি উদ্ধার করা হয়েছে। পল্টুনটি মেরামতের জন্য বরিশাল ডকইয়ার্ডে নেওয়া হয়েছে। এদিকে ২৩ দিনপর নিমজ্জিত পন্টুন উদ্ধার করা হলেও ওই ঘাটে স্থাপন করা হয়নি নতুন কোনো পন্টুন। এতে করে ভোলা-ল²ীপুর ও ঢাকা রুটের লঞ্চ, ওয়াটারবাস, সি-ট্রাকসহ ২০টি নৌযান চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। একই সঙ্গে দেশের ২১ জেলার সহজ যোগযোগে যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিআইডবিøউটিএ’র কর্মকর্তরা জানান, ইলিশা ঘাটে গ্যাং ও জেটি সিস্টেম আধুনিক পন্টুন দেওয়ার পরিকল্পনা রয়েছে।