খুবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত

0
434

খবর বিজ্ঞপ্তি: রবিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ে সফর করেন। সফরকালে তিনি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন। এছাড়াও তিনি শিক্ষক, শিক্ষার্থীদের ব্যাপারেও খোঁজ-খবর নেন।
উপাচার্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের বিশেষ বৈশিষ্টাবলী অবহিত করেন এবং কৃষিভিত্তিক সাবজেক্টগুলোর মাঠ গবেষণায় তথা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণে জমির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। খুলনা সফরকালে তাঁর ব্যস্ততার মধ্যেও খুলনা বিশ্ববিদ্যালয়ে সৌজন্য সফরের জন্য তিনি তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উপাচার্য সৌজন্য স্মারক হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপহার দেন। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।