মুক্তিযুদ্ধের গর্বিত অংশিদার চান্দিনার সন্তান অধ্যাপক আলী আশরাফ এমপি

0
1357

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:

মুক্তি যুদ্ধে ২ নং সেক্টরের অন্যতম সংগঠক । মুজিব নগর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলী আশরাফ, বিচার পতি আবু সাইদ চৌধুরী ,আব্দুসসামাদ আজাদ ফতেহ আহমেদ এর সাথে । রনক্ষেত্রের অবস্থান আন্তর্জাতিক প্রচার মাধ্যমে প্রতি দিন তুলে ধরতেন তরুণ মুক্তি যোদ্ধা আলী আশরাফ , পৃথিবীর বিভিন্ন প্রচার মাধ্যমের মাঝে B B C / VOA .জার্মান রেডিও, আকাশবাণী, স্বাধীন বাংলা বেতার সহ বিশ্বের প্রায় সকল প্রচার মাধ্যমে যুদ্ধ জয়ের খবর গুলো তাঁর মাধ্যমে প্রেরন করা হত । অনর্গল ইংরেজি বলতে পারেন বলেই তাঁর উপর এ গুরু দায়িত্ব পরেছিল বলে ধারনা করছি । আমাদের মুক্তি যুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় – আন্তর্জাতিক লবি গুলো নিষ্ঠার সাথে লালন করেন । শক্তিশালি মুখপাত্র মোঃ আলী আশরাফ তাঁর উপর অর্পিত দায়িত্বটি পালন করেছিলেন পেশাধারি কূটনৈতিকের মত ।ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে বের হবার পর কিছু দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছিলেন বলেই বোধ হয় তাঁর মাঝে বিষয়টা সহজ বোধ্য ছিল । তিনি তাঁর বীরত্ব গাথা গুলো অবিলম্বে বই আকারে প্রকাশ করে আমাদের মুক্তি যুদ্ধের ইতিহাস কে আরও সমৃদ্ধ করবেন এমনটাই প্রত্যাশা শুভাকাংখীদের।

বাঙ্গালির মুক্তি যুদ্ধে চান্দিনার সন্তান ,বর্তমান জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আলী আশরাফও গর্বিত অংশিদার । ৭১ এ তিনি ছিলেন ২৫ বছরের টগবগে তরুণ। মুক্তি যোদ্ধা অধ্যাপক মোঃ আলী আশরাফ -স্যালুট——-। এভাবেই বীরত্ব গাথা এই দেশপ্রেমীকের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন আহম্মেদ খালিদ নামে এক ব্যক্তি। যেটা ভাইরাল হয়েছে।