মিসরে সামরিক অভিযানে ৭০ জঙ্গি নিহত

0
226

খুলনাটাইমস বিদেশ : মিসরের সিনাইয়ে সামরিক অভিযানে কমপক্ষে ৭০ জঙ্গি নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যও হতাহত হন। মিসরের সেনাবাহিনী রোববার জানিয়েছে, গত ২২ জুলাই থেকে ৩০ আগস্ট এ অভিযান চালানো হয়। এক বিবৃতিতে বলা হয়, ২২ জুলাই থেকে ৩০ আগস্ট ‘সন্ত্রাসীদের ঘরবাড়ি’ লক্ষ্য করে এ সামরিক অভিযান চালানো হয়। এতে উত্তর সিনাইয়ে ৭৩ জিহাদি নিহত হয়। বিস্তারিত ব্যাখ্যা না করে বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে অপর চার ‘তাকফিরি’ নিহত হয়েছে। মিসরের নিরাপত্তা কর্মকর্তারা জিহাদিদের বোঝাতে ‘তাকফিরি’ পরিভাষা ব্যবহার করে থাকে। বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে সংঘর্ষে তিন কর্মকর্তা ও চার সৈন্য নিহত বা আহত হয়েছে। গত ২০১৮ সালের ফেব্রæয়ারিতে মিসরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান শুরু করে। সরকারি হিসাব অনুযায়ী, এ অঞ্চলে সামরিক অভিযানে ৯৩০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীরও কয়েক ডজন সদস্য প্রাণ হারায়। এ অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি না থাকায় মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করার কোনো সুযোগ নেই।