রাশিয়ায় পুতিন বিরোধী বিক্ষোভ ঠেকাতে যোগাযোগ সীমিত

0
150

টাইমস বিদেশ : রাশিয়ায় বিরোধী রাজনীতিবিদ নাভালানি সমর্থকদের রবিবারের বিক্ষোভ ঠেকাতে সাতটি মেট্রো স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছে পুলিশ। এছাড়াও মস্কোর রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোর ওয়াইফাই সংযোগ বন্ধ রাখা ও বিক্ষোভ এলাকাগুলোতে সবধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আন্দোলনকারীরা ৮০ টি শহরে বিক্ষোভের পরিকল্পনা করছে। বিক্ষোভকারীরা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের হেডকোয়ার্টারের সামনে জমায়েতের পরিকল্পনা করায় রোববার ক্রেমলিনের আশেপাশের কয়েকটি রাস্তাও বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। মস্কোতে আমেরিকান দূতাবাস তাদের নাগরিকদের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনায় সতর্কতা জারি করায় ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, শনিবার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার সম্পাদককে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। গত সপ্তাহে পুরো রাশিয়ায় ধরপাকড় চালায় স্থানীয় প্রশাসন। বিরোধী রাজনীতিবিদ নাভালানিসহ প্রায় চার হাজার দুইজনকে আটক করা হয়। এতে নাভালানির মুক্তির জন্য রাস্তায় নামে সেখানকার জনগণ।