মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে-শেখ হারুনর রশিদ

0
170

ডুমুরিয়া প্রতিনিধি:
মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যদিয়ে। আমি খুব কাছে থেকে দেখেছি অভিজিৎ ছিল সৎ, বিনয়ী ও কর্মঠ। এত অল্প বয়সে সে আমাদের ছেড়ে চলে যাবে আমরা তা ভাবতে পারেনি। অমার বিশ্বাস যুগ যুগ ধরে অভিজিৎ আমাদের মাঝে স্মরণীয় ও বরনীয় হয়ে থাকবে। জেলা পরিষদ’র সদস্য প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ’র প্রথম প্রয়াণ দিবসে স্মরণ সভা ও বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনর রশিদ একথা বলেন। মঙ্গলবার বিকেলে অভিজিৎ চন্দ স্মৃতি সংসদের আয়োজনে সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা বিজন বিহারী মিস্ত্রির সভাপতিত্বে বান্দা স্কুল এন্ড কলেজিয়েট মাঠে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, সহ-সভাপতি বিএমএ আব্দুস সালাম, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, এবিএম শফিকুল ইসলাম, রফিকুর রহমান রিপন, যুগ্ম-সম্পাদক শরফুদ্দিন রহমান বাচ্চু, কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ। যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় বক্তব্য দেন আ’লীগ নেতা এ্যাড. নব কুমার চক্রবর্ত্তী, শিউলি সরোয়ার, জামিল খান, শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, শোভা রানী হালদার, জিএম ফারুক হোসেন, গোপাল চন্দ্র দে, কাজী আলমগীর হোসেন, গাজী তৌহিদুল ইসলাম, মোল্যা জাহিদুল ইসলাম, মোল্যা সোহেল রানা, এসএম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান খান সাকুর আহমেদ, হিমাংশু বিশ্বাস, প্রতাপ রায়, মোল্যা রেজোয়ান হোসেন, ছাত্রলীগ নেতা খান আবুল বাসার, শেখ মাসুদ রানা, চিশতী নাজমুল হোসেন, অভিজিত রায় প্রমূখ।