ব্যক্তিমালিকানাধীন মিল চালু ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে ফুলবাড়ীগেটে গণমিছিল

0
210

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ, ব্যক্তিমালিকানাধিন সকল মিল চালু, আংশিক চালুকৃত মিল পূর্ণাঙ্গ চালু ও শ্রমিক কর্মচারীদের সকল বকেয়া পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ২৩ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেটে এক গণমিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে গণমিছিলটি ফুলবাড়ীগেট বাসস্টান্ড চত্বর থেকে আই.আর.আই অফিসের সামনে যেয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় শ্রমিক নেতা শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে এবং ওবায়দুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন ব্যক্তিমালিকানাধিন পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, নূরে আলম, সাইফুল ইসলাম, বাবুল হোসেন, এমএ ওয়াহিদ মুরাদ, নূর মোহাম্মদ, আবুল কাশেম, আব্দুল ওহাব, বখতিয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, আমির মুন্সি, এরশাদ আলী, গাজী হারুণ অর রশিদ, মোঃ ওবায়দুর, আব্দুল ওয়াদুদ, হারুন ঢালী, ইমরান হোসেন, আবুল কালাম, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। আগামী ২৯ অক্টোবর সকাল ১০ টায় খুলনা পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হবে।