দেবহাটায় ২১শ’ স্পন্সরড শিশুর মাঝে কম্বল বিতরণ

0
193

দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় দুই হাজার একশ স্পন্সরড শিশুর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে বিদেশীদের স্পন্সরশীপে বেড়ে ওঠা এসকল শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দেবহাটা ফুটবলমাঠে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিশুদের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, মহিলা বিষয়ক অফিসার নাছরিন জাহান প্রমুখ। এসময় ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার, প্রোগ্রাম অফিসার পল ভক্ত মন্ডল, স্পন্সরশীপ অফিসার হিরো গাইন, সুশীলনের প্রজেক্ট অফিসার রাসেল আহম্মেদ, ফিল্ড সুপারভাইজার প্রশান্ত মন্ডল, গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি উত্তম রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্পন্সরড শিশু এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে দেবহাটা উপজেলাতে বিভিন্ন ধরনের উন্নয়ন মুলোক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিতায় উপজেলা দুই হাজার একশ শিশু ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বিদেশীদের স্পন্সরশীপে বেড়ে উঠছে। প্রতি একজন শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সকল চাহিদা পুরনে একজন করে বিদেশী ব্যাক্তি ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে স্পন্সর করে থাকেন।