বেলার আয়োজনে জলাবদ্ধতার স্থায়ী সমাধান, নদী ও ফসলি জমি রক্ষায় গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন

0
156

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে ৩ ফেব্রæয়ারী বুধবার যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং নদী ও ফসলি জমি রক্ষায় গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন ঘোষণা করা হয়। বেলা নেটওয়ার্ক সদস্য এবং প্রগতি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহ্বায়ক এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিষ্ণুপদ দত্ত, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুদ্দিন, চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদির মোল্লা। যশোর জেলার অভয়নগর, মনিরামপুর এবং কেশবপুর উপজেলায় ও খুলনা জেলার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলায় এই গণস্বাক্ষর অভিযান কর্মসূচি বাস্তবায়িত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলে ভবদহ জলাবদ্ধতা নিরসনে ও কৃষিজমি রক্ষার এই গণস্বাক্ষর অভিযানে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সানা আব্দুল মান্নান, মোঃ মনিররুজ্জামান, মোঃ আজিজুর রহমান প্রমূখ।