বেনাপোল ৪৯টি স্বর্ণের বারসহ আটক ১

0
254

খুলনাটাইমস: ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৯টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকালে বেনাপোলের সাদিপুর বেলতলা মোড় থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান। আটক মোমিন চৌধুরীর (৬০) বাড়ি বেনাপোলের সাদিপুর গ্রামে। বিজিবি কর্মকর্তা সেলিম রেজা বলেন, স্বর্ণ পাচারের গোপন সংবাদে বিজিবির টহলদল ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় বেনাপোল থেকে বাইসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে মোমিনকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালানো হলে লুঙ্গির সঙ্গে কোমরে প্যাঁচানো অবস্থায় ৪৯টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ৩ দশমিক ৮২ কেজি এবং বাজারমূল্য আনুমানিক এক কোটি ৯১ লাখ টাকা। উদ্ধার করা স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান সেলিম জানান।
ইউএস ডলারসহ আটক ২: বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে ১২ হাজার ইউএস ডলার ও মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুটখালি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মহি উদ্দিনের ছেলে রফিকুল (৩৭) ও একই গ্রামের শরিফুল মোল্লার ছেলে আবদুর রাজ্জাক (৪২)। ২১ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটখালি বাজার থেকে তাদের আটক করা হয়। আটকদের মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।