বুধহাটা বাজারে বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার প্রতিযোগীতা!

0
276

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সকলে যেন জাতীয় পতাকা অবমাননার প্রতিযোগীতায় নেমেছে। সরেজমিন ঘূরে দেখা গেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনের লক্ষে এদিন সকাল থেকে প্রায় প্রতিটি প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করে। কিন্তু দিন শেষে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও এসকল প্রতিষ্ঠান জাতীয় পতাকা নামানোর প্রয়োজন মনে করেনি। গত ১৬ ডিসেম্বর রাত ৮টার দিকে বুধহাটা বাজারের তরকারী বাজার সড়কের ডাঃ অচিন্ত এর চেম্বারে, মুরগী বাজারের নিউ দেবনাথ ও শুভ্য স্টোর মুদি দোকানে, বুধহাটা বাসষ্টান্ডে শাওন ফার্মেসীতে, নিউ সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে গিয়ে দেখা যায় তখনও তারা জাতীয় পতাকা নামাননি। এছাড়া একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন না করে আকাবাঁকা অবস্থায় পতাকা উত্তোলন করতে দেখা গেছে। জাতীয় পতাকা অবমাননাকারী প্রকাধিক ব্যবসায়ীরা জানান, দোকানে ভিড় থাকার কারণে জাতীয় পতাকা নামাতে ভুলে গিয়েছিলো। এসকল প্রতিষ্ঠান দেশের সর্বোচ্চ সম্মানীয় জাতীয় পতাকার অবমাননা করায় সচেতন মহলের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।