ওষুধ ব্যবসায়ীর দেওয়া ‘ড্রপে’ তরুণের চোখ নষ্ট

0
274

কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় এক ওষুধ ব্যবসায়ীর দেওয়া ‘আই ড্রপ’ ব্যবহারের পর মশিউর রহমান বাবু (১৮) নামে এক তরুনের একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩ সেপ্টেম্বর ওই তরুনের ডান চোখে অস্ত্রপচারের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে তরুনের পিতা শফিকুল ইসলাম ক্ষতিপুরন দাবী করে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ করেছেন। একই সাথে ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির কাছে পৃথক অভিযোগ করেছেন তিনি। অভিযোগে জানা গেছে, মশিউরের ডান চোখ লাল হয়ে যাওয়ায় তার চাচা গত ১৫ জুলাই দুপুরে কয়রা সদরের শাহানা মেডিকেল হল নামে ওষুধের দোকানে যান চিকিৎসকের পরামর্শ নিতে। ওই দিন সেখানে কোন চিকিৎসক না থাকায় ওষুধের দোকানের মালিক সাব্বির হোসেন ‘সিপ্রো-ডি’ নামের একটি ড্রপ ব্যবহারের পরামর্শ দেন। তার পরামর্শ মত ওই দোকানের কর্মচারি আলম হোসেনের কাছ থেকে ওষুধ কিনে বাড়িতে ফেরেন তারা। রাতে ওই ড্রপ ডান চোখে ব্যবহারের পর চোখ ফুলে ওঠে। সকালের ঘুম থেকে উঠার পর চোখের ব্যাপক যন্ত্রণা শুরু হয়। দ্রæত তাকে নিয়ে প্রথমে শাহানা মেডিকেল হলে নিয়ে গেলে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলে। সেখানে নিয়ে গেলে চক্ষু বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দেওয়া হয়। পরে খুলনা শহরে নিয়ে চক্ষু বিশেষজ্ঞকে দেখানো হয়। সেখানে দেড় মাস চিকিৎসার পর কোন উন্নতি না হওয়ায় গত ৩ সেপ্টেম্বর ডান চোখ অপারেশনের মাধ্যমে বাদ দেওয়া হয়। মশিউরের পিতা শফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে ওষুধ ব্যবসায়ীকে একাধিকবার জানানো হলেও তিনি কোন গুরুত্ব দেননি। এমনকি কোন সহযোগীতাও করেননি। তার দেওয়া ওষুধে ছেলের চোখ নষ্ট হয়েছে বলে খুলনার চিকিৎসক ফোন করে জানিয়ে দিয়েছেন। তবুও তিনি গুরুত্ব না দেওয়ায় পরে স্থানীয় সংসদ সদস্যকে মৌখিকভাবে জানালে তিনি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।এ ব্যাপারে জানতে চাইলে শাহানা মেডিকেল হলের মালিক সাব্বির হোসেন বলেন, আমার দোকান থেকে কেউ এ ধরনের ওষুধ নিয়েছেন কিনা মনে পড়ছে না। স্থানীয় সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু করোনা আক্রান্ত হওয়ায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চক্ষু চিকিৎসক ডা. শাহজামালের কাছে মুঠোফোনে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন, ভুল ওষুধের প্রতিক্রিয়ায় ওই তরুনের একটি চোখ নষ্ট হয়ে গেছে।