বুধহাটায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে পাইথালী একাদশ জয়ী

0
190
Exif_JPEG_420

আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার বুধহাটায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমি ফাইনাল খেলায় পাইথালী মিলন মহল ফুটবল একাদশ জয়লাভ করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে। শনিবার বিকাল ৩ টায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ফুটবল মাঠে বুধহাটা বাজার বণিক সমিতি ও বুধহাটা যুব কিশোর সংসদের যৌথ আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী মিলন মহল ফুটবল একাদশ বনাম কুল্যা ইউনিয়নের কুল্যা ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হয়। দর্শকনন্দিত খেলায় পাইথালী মিলন মহল ফুটবল একাদশ ৪-০ গোলে কুল্যা ফুটবল একাদশকে হারিয়ে টুর্ণামেন্টে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন, নুরুল ইসলাম মিলন, আবুল কালাম ও ইউনুছ হোসেন। ধারাভাষ্যে ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক আবু মুছা, প্রভাস কুমার চুটু ও আশরাফুল হোসেন। বুধহাটা যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেমিফাইনাল খেলাটির শুভ উদ্বোধন করেন, বুধহাটা হাই কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের পরিচালক ডাঃ আজমুল হক লিটু। এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মোহিদ, সাধারণ সম্পাদক ফারুক ঢালী, বিশিষ্ট ব্যবসায়ী (রিতু বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী) রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান রাজু। আগামী ০৬ ফেব্রæয়ারি-২০২১, একই মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বুধহাটা ফুটবল একাদশ বনাম পাইথালী মিলন মহল ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হবে।