বিসিসি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের ৮ম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত

0
323

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা আঞ্চলিক কার্যালয়ে “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ২০ দিন ব্যাপি বিশেষ আইসিটি প্রশিক্ষণ এর অষ্টম ব্যাচের কার্যক্রম বুধবার সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ম্যানেজার (নেটওয়ার্ক অপারেশন) ও আঞ্চলিক পরিচালক মোঃ শেখ মফিজুর রহমান। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ২০ জন প্রতিবন্ধী ব্যক্তি সফলভাবে প্রশিক্ষণ কোর্সটি শেষ করায় তিনি তাদের মাঝে সমাপনী বক্তব্য রাখেন। প্রশিক্ষণার্থীদের উৎসাহ ও পরামর্শ দিয়ে তিনি বলেন, “সুবর্ণ নাগরিকেরা এদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে আপনাদের ক্ষমতায়ন অতীব জরুরী। বাংলাদেশ সরকারের পক্ষে আইসিটি বিভাগ সমাজে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠিকে জনশমক্তিতে রূপান্তর, তাদের কর্মসংস্থানের সহায়তা এবং ভিশন ২০২১ ও টেকসই উন্নয়নে তাদেরকে অংশগ্রহণকারী নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করে চলেছে।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রশিক্ষকগণ শিবলী আবেদীন, সোহেল রানা।