কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত

0
385

খবর বিজ্ঞপ্তি:
কবি সুফিয়া কামালের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, খুলনা জেলার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ দেলওয়ারা বেগম এবং প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন সমিতির ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আলম খান। এ সময়ে এই প্রথিতযশা কবির বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেনÑ এইচ এম তৌহিদ, কাজী নূরুল ইসলাম, আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, অধ্যাপক এম এ মান্নান বাবলু, আলহাজ্ব চ ম মুজিবর রহমান, আব্দুর রাজ্জাক, এম এ সালাম, মুক্তিযোদ্ধা হায়দার আলী হাওলাদার, হুমায়ুন কবির খান, তাসলিমা আক্তার, শিক্ষক হুমায়ুন কবির, এপেক্সিসিয়ান এ্যাড. শহীদুল ইসলাম, বিপ্লব কান্তি দাস, অধ্যক্ষ আঁখি আক্তার, সেলিম হাওলাদার, ডাঃ এন এম বাবুল প্রমুখ নেতৃবৃন্দ। এ সময়ে কবির বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে কবিুা আবৃতিও করা হয়। সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার।