বিশ্বকাপ ফাইনাল নিয়ে…

0
363

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপ ফাইনালে তৈরি হয় নতুন ইতিহাস। আবার পুরোনো ইতিহাসও অনুপ্রাণিত করতে পারে অনেককে। ইতিহাসের ফ্রেমে ঠাঁই পাওয়ার এই লড়াইয়ের আগে কয়েকটি তথ্য জেনে নেওয়া ভালো।

# নিজেদের ফুটবল ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ ফাইনালে আজ মাঠে নামবে ফ্রান্স। ক্রোয়েশিয়া এই প্রথমবারের মতো ফাইনালে উঠেছে।

# এ নিয়ে নবমবারের মতো বিশ্বকাপ ফাইনালের দুটি দলই ইউরোপের।

# আরেকবার ফুটবল-কিংবদন্তি পেলেকে ছোঁয়ার সুযোগ কিলিয়ান এমবাপ্পের সামনে। বয়স ২০ হওয়ার আগে বিশ্বকাপ ফাইনালে গোল করেছেন কেবল ব্রাজিলীয় তারকাই (১৯৫৮)।

# ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পাশে বসার সুযোগ ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের। খেলোয়াড় ও কোচ—এই দুই ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন কেবল জাগালো ও বেকেনবাওয়ার।

# সর্বশেষ যে দুবার নতুন কোনো দল ফাইনালে উঠেছে, শিরোপা জিতেছে তারাই। এই তথ্যে অনুপ্রাণিত হতে পারে ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে ফ্রান্স আর ২০১০ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স ও স্পেন।

# আজকের ফাইনাল বিশ্বকাপ ইতিহাসের ৯০০তম ম্যাচ