বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা মাতৌদি করোনায় আক্রান্ত

0
225

খুলনাটাইমস স্পোর্টস : জুভেন্টাসের বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা ব্লেইস মাতৌদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার দেহে কোভিড-১৯’এর অস্তিত্ব পাওয়া গেছে বলে সিরি’এ ক্লাব সূত্র নিশ্চিত করেছে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মাতৌদির মেডিকেল পরীক্ষায় করোনাভাইরাস-কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।’ জুভেন্টাসের পক্ষ থেকে আরো জানানো হয়েছে ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার ইতোমধ্যেই বাড়িতে আইসোলেশনে আছেন। এর আগে গত বুধবার জুভেন্টাসে মাতৌদির সতীর্থ ড্যানিয়েল রুগানির দেহে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছিল। যে কারনে দ্রুতই পুরো দলকে কোয়ারেন্টাইানে পাঠিয়ে দেয়া হয়েছিল। এই নিয়ে সর্বমোট ১৩ জন সিরি-এ খেলোয়াড়ের দেহে কোভিড-১৯ ধরা পড়লো। এর মধ্যে সাম্পদোরিয়ার সাতজন ও ফিওরেন্তিনার তিনজন রয়েছে। গত ৮ মার্চ সাম্পদোরিয়ার বিপক্ষে ভেরোনা ম্যাচ খেলার পরপরই ইতালিয়ান মিডফিল্ডার জাকাগনি সতর্কতা হিসেবে স্বেচ্ছায় আইসোলেশনে চলে গিয়েছিলেন। মাতৌদি তার ইন্সটাগ্রামে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘সাবধানে থাকো। সময়টা বেশ কঠিন। প্রথমদিকে আমি বুঝতে পারিনি অসুখটা এত গুরুতর ও বিপদজনক। কত দ্রুত ভাইরাসটি ইতালিতে ছড়িয়ে পড়েছে। এই ধরনের কঠিন মুহূর্তে আমি সবাইকে অনুরোধ জানাবো সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থাগুলো মেনে চলতে এবং পুরো পরিবারসহ নিজের দিকে খেয়াল রাখতে। মেডিকেল ও নার্সিং স্টাফদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই তোমাদের সাথে আছি।