ক্লিয়ারম্যান অনুর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

0
638

ক্রীড়া প্রতিবেদক:
খুলনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে ক্লিয়ারম্যান অনুর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৮ এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, পিপিএম।
জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন প্রজেক্ট প্রধান সাফায়েত হোসেন রানা, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সং¯’ার কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ফিরু, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ আহমেদ মনি, শেখ কামাল স্মৃতি সংসদের কর্মকর্তা সামসুদ্দিন আহমেদ স্যাম, খালিশপুর থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, রেফারী সমিতির সাধারণ সম্পাদক এহসানুল হক, রবিউল ইসলাম, শেখ জাহিদ হোসেন, আলাউদ্দিন নাসিম, কামাল রেজা সুজা, মনির শেখসহ অংশগ্রহণকারী স্কুল সমুহের খেলোয়াড়, কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী দিনে মোট ১৬টি দলের খেলা সম্পন্ন হয়েছে। দিনের প্রথম খেলায় খুলনা জিল স্কুল টাইব্রেকারে ৩-২ গোলে হ্যানে রেলওয়ে স্কুলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে এইচ আর এইচ আগাখান মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। তৃতীয় খেলায় খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। চতুর্থ খেলায় বেলফুলিয়া ইসলামিয়া উ”চ বিদ্যালয় ১-০ গোলে জেবিএম মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। পঞ্চম খেলায় আমলা পাড়া মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। ৬ষ্ঠ খোলায় স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। ৭ম খেলায় খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ৪-০ গোলে খুলনা কলেজিয়েট স্কুলকে পরাজিত করে। দিনের শেষ খেলায় রূপসা বহুমুখি উ”চ বিদ্যালয় ২-০ গোলে খুলনা মডেল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
বুধবার দ্বিতীয় দিনেও ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খুলনা, যশোর ও বাগেরহাট জেলার মোট ৩২টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ৩দিন ব্যাপি এই প্রতিযোগিতা কাল বৃহস্পাতিবার পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হবে।