বিনেরপোতায় বাল্যবিবাহ প্রতিরোধে ওরিয়েন্টেশন

0
357

আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন ষ্ট্রোক হোল্ডার, এসএমসি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিত্ব, সিবিও,সিএসও এবং মিডিয়া ব্যক্তিত্বদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পিটিআরসি ট্রেনিং সেন্টোরে প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে টেকসই উদ্যোগ প্রকল্প (সাসটেইন) এর উদ্যোগে ইউএসএই ও উইনরক ইস্টারন্যাশনালের অর্থায়ন ও সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। “বাল্য বিবাহ বন্ধ করি, সন্তানের স্বপ্ন গড়ি” শ্লোগানকে সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। সংস্থার প্রোগ্রাম কো-অডিনেটর অসিত ব্যানার্জীর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অগ্রগতি সংস্থার মনিরুল ইসলাম, আলমিন হোসেন, ভাড়–খালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সহকারি শিক্ষক আব্দুল করিম, আতাউর রহমান, ফজলুর রহমান প্রমূখ।