বুধহাটা প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক জুলহাস’র বিরুদ্ধে মামলার তদন্ত সম্পন্ন

0
360

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার ২২ নং বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিনের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে আদালতে মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিন তদন্ত করেন। বুধহাটা গ্রামের মৃত আঃ জব্বার গাইনের ছেলে সেলিম রেজা বাদী হয়ে বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় দক্ষিণ চাপড়া গ্রামের সালাউদ্দিন সরদারের ছেলে ও উক্ত বুধহাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিনের বিরুদ্ধে পি-১০০৬/১৯ নং মামলা রুজু করেন। বিজ্ঞ আদালত এসি (ল্যান্ড) আশাশুনিকে নালিশী সম্পত্তির দখল বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশদেন। এরই প্রেরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর প্রতিনিধি বুধহাটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিন তদন্ত করেন। এসময় এলাকাবাসী জানান, এ মাঠে আমাদের ছেলেরা খেলাধুলা করে। এ মাঠে বিল্ডিং নির্মাণ হলে আমাদের ছেলেরা খেলাধুলা করা থেকে বঞ্চিত হবে। ছেলেরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরবে। এ মাঠে ২ টা ঈদের জামাতের নামাজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন জামে মসজিদের মুসুল্লিসহ বিভিন্ন এলাকা থেকে মুসুল্লিরা ঈদের নামাজ আদায় করতে আসে এ মাঠে। এ মাঠে বাৎসরিক একটি বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র এলাকার সর্ববৃহৎ মাহফিল হওয়ায় এত পরিমাণ লোক হয় যে এ মাঠে জায়গায় সংকুলান না হওয়ায় রাস্তার উপরে দাড়িয়ে ওয়াজ শুনতে হয় তাদের। আমাদের এলাকার কেউ মারা গেলে এ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মামলার আরজি সূত্রে জানাগেছে, বুধহাটা মৌজার এসএ ৪৭১ খং ৪৭০ দাগে ১.২০ একর জমি তুল্যাংশে যাহা ইউসুফ গাইন, আঃ জব্বার গাইন, মেছের গাইনের নামে। উক্ত জমির মধ্যে উত্তর পার্শে¦ ৪০ শতক জমি ইউসুফ প্রাপ্ত হয়ে ভোগদখলীকার থাকে। জমির দক্ষিণ পাশের্^ ৩০ শতক জমি প্রথমপক্ষের পিতা ও চাচা মেছের আলি থাকে। ইউসুফ গাইনের ৪০ শতক জমির উপর ২২ নং বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। প্রথম পক্ষের পিতা ও চাচা তাদের ৮০ শতক জমিতে ঈদগাহ ও খেলার মাঠ হিসাবে সর্ব সাধারণের ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং বহু বছর যাবৎ ঐ ৮০ শতক জমিতে ঈদের নামাজ, ইসলামী মাহফিল ও বাচ্চারা খেলা ধুলা করে আসছে।