বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দৌলতপুর থানা বিএনপির নিন্দা

0
255

খুবর বিজ্ঞপ্তি:
দৌলতপুর থানা বিএনপি নেতৃব”ন্দ বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে। একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য সহ্য করার মত শক্তি তাদের নেই। দিশেহারা আওয়ামী লীগ নিজেদের অপকর্ম ঢাকতে শামসুজ্জামান দুদুকে নিয়ে মেতে আছেন। কেন্দ্রীয় নেতারা খুলনায় আসলেন কিš’ তাদের কারনে বিশ্রাম নিতেও পারলেন না, খেতে পারলেন না, এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতে পারলেন না। ২৭ ফেব্রæয়ারির সমাবেশে যারা এসেছিলেন তাদের মধ্যে বীর উত্তম খেতাবধারী দেশের সূর্য্যসন্তান ছিলেন। তাকে অবরুদ্ধ করে রাখলেন সরকারের পেটোয়া বাহিনী। নিজেদের লজ্জা ঢাকতে তারা বেপরোয়া হয়ে একটি ব”হৎ রাজনৈতিক দলের কার্যালয় অগ্নি সংযোগের চেষ্টা, প্যানা ফেস্টুন ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান লুট করেছে। শুক্রবার নেতৃব”ন্দ বিব”তিতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও অবিলম্বে খুলনা বিএনপি অফিসে অগ্নিসংযোগকারিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বিব”তিদাতারা হলেন, থানা বিএনপির সভাপতি শেখ মুশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, শেখ শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, লিয়াকত হোসেন লাভলু, শেখ আাঃ হালিম, মোল্লা মুজিবুর রহমান, আলহাজ্ব বেলায়েত হোসেন, শেখ ইমাম হোসেন, তরিকুল ইসলাম, শরিফুল আনাম, আসাদুজ্জামান আসাদ, সরদার আরব আলী, জাহিদ হাসান খসরু, মাসুদ রানা ডাবলু, আবুল কালাম শিকদার, শেখ আনসার আলী, আরমান হোসেন, মতলুবুর রহমান মিতুল, আরিফ খান, শহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।