বারাকপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
176

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার শেখকে মিথ্যা হয়রানি মামলায় গ্রেফতার করার প্রতিবাদে মঙ্গলবার বারাকপুরস্থ নিজ বাড়িতে তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেন আনছার শেখের পুত্র তানভির শেখ। লিখিত বক্তব্যে তানভির বলেন গত ২৯ মার্চ সোমবার পবিত্র শবেবরাতের দিন আমার পিতাকে হয়রানিমুলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। এর আগে গত ২৬ শে মার্চ বিকাল ৫ টায় নির্বাচনি গনসংযোগ চলাকালে ইউনিয়নের নন্দনপ্রতাপ এলাকায় গনসংযোগ চলাকালে গাজী জাকির হোসেন ও তার বাহিনী আমার পিতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার শেখ এর সমার্থকদের উপর হামলা করে। লিখিত বক্তব্যে তিনি বলেন গাজী জাকির হোসেন এর আগে গত বছরের ১২ ডিসেম্বর রাত ৮ টায় আমাদের বাড়িতে হামলা করে। সে ঘটনায় মামলা হয়, মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। এছাড়া গাজী জাকির হোসেনের বিরুদ্ধে ভিজিডি কার্ড, ৪০ দিনের কর্মসুচি, আরএমপির কর্মসুচি, এলএসপির কর্মসুচি, কমমুল্যে খাদ্য কর্মসুচি, বেলা শেষে বৃদ্ধাশ্রম, সংখ্যালঘু নির্যাতন, নন্দনপ্রতাপ খাল খনন, সরকারী টিউবয়েল, কমারগাতী সরকারী জায়গা দখল সহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উৎকোচ গ্রহনের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। ইতিপুর্বে গত বছরের ৭মে খুলনা জেলা প্রশাসক, ১০ মে খুলনা জেলা পুলিশ সুপার, ১৯ মে বিভাগীয় কমিশনার ও ২৮ ডিসেম্বর স্থানিয় সরকার মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে ইউনিয়ন বাসির সাক্ষরিত গাজী জাকির হোসেনের বিভিন্ন অনিয়ম ও দুর্নিতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়। এছাড়া চলতি মাসের ১৬ মার্চ খুলনা জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি, ১৮ মার্চ দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকতার নিকট অভিযোগ, ২১, ২৩ ও ২৮ মার্চ জেলা প্রশাসক সহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়। শেখ তানভির লিখিত বক্তব্যে বলেন গাজী জাকিরের বিরুদ্ধে ইউনিয়ন বাসি পাহাড় সমান অপরাধের বিষয়ে একাধিক লিখিত অভিযোগ করার পরও একটি অভিযোগের ও তদন্ত হয়নি, তিনি অতি দ্রত সকল অভিযোগের তদন্ত করার জন্য প্রশাসন এর নিকট জোর দাবি জানান।