মাদকে সয়লাব খানজাহান আলী থানা এলাকা

0
251

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
নগরীর খানজাহান আলী থানা এলাকার অলি-গলিতে চলছে মাদকের কেনাবেচা। বিভিন্ন স্পটে মাদক কেনাবেচা হলেও পুলিশ প্রশাসন মাঝেমধ্যে সামান্য গাঁজা জব্দ করলেও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। সূত্র জানায়, প্রভাবশালী কজন মাদক সম্রাট পর্দার আড়ালে থেকে মাদক ব্যবসার কার্যক্রম অব্যাহত রেখেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নিযুক্ত করা বিক্রেতারা প্রতিদিন থানা এলাকার যোগিপোল, জাব্দিপুর রেল লাইন থেকে ফুলবাড়ীগেটস্থ সেনপাড়া রেললাইন, কুয়েট রোড, পুরাতন কুয়েট রোড, শিরোমনি বাইপাস সড়কের চিংড়ি খালি বাজার, শিরোমনি লিন্ডা ক্লিনিক রোডসহ রেললাইন এলাকা, মশিয়ালি মিনা বাজার, আফিলগেট বাইপাস সড়কের খানজাহান আলী ফায়ার সার্ভিস এর আশপাশ এলাকা, ইষ্টার্নগেট গাবতলা, গিলাতলা বিহারী কলোনি, গিলাতলা মক্তবমোড়, পাকারমাথা, পালপাড়া, গিলাতলা দক্ষিনপাড়া, গাফফারফুড মোড়, গিলাতলা গাজীপাড়া নদীরঘাট ও বাগান, ফুলবাড়ীগেট টিবি হাসপাতাল রোড সহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর মাদক বিক্রির হাট বসে ও সেবন করে। খানজাহান আলী থানার পথের বাজার ও আফিলগেট চেকপোষ্ট এ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের মাদকের বড় চালানসহ আটক করলেও এর মুল গডফাদাররা অজ্ঞাত কারনে ধরাছোয়ার বাইরে থাকে। থানা পুলিশ অভিযান চালিয়ে মাঝেমধ্যে আটক করলেও মাদক ব্যবসায়ীরা মাদক মামলায় দূর্বল চার্জসীটের কারণে সহজেই মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসা জোরেসোরে শুরু করে। এলাকাবাসি জানান তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ি হাদু গাজী এলাকার বাইরে বসে দির্ঘদিন মাদক ব্যাবসা নিয়ন্তন করলেও বর্তমানে এলাকায় এসে তার সহযোগিদের নিয়ে পুনরায় ব্যাবসা শুরু করেছে। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নয়, মাদক নির্মুলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদক নিমূল করা সম্ভব।