বারাকপুরে অস্ত্র গুলি উদ্ধারের মামলার আসামিরা প্রকাশ্যে জনমনে প্রশাসনের ভুমিকা প্রশ্নবিদ্ধ

0
135

ফুলবাড়ীগেট প্রতিনিধি:

পুলিশের অভিযানে গত ৪ মার্চ শুক্রবার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ ব্রিজের কাছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি ককটেল, একটি ছোরা, ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় , এ ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে বারকপুর এলাকার জাহাঙ্গির গাজীর পুত্র একাধিক মামলার আসামি পাভেল গাজী, ছোট নিকারির পুত্র শাহিদুল ও ছলেমান বিশ্বাস এর পুত্র শহিদুলকে এজাহার নামিয় ও অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ৩, তারিখ ০৪/০৬/২০২১। মামলা দায়েরের ১৮ দিন অতিবাহিত হয়ে গেলেও থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি, এলাকাবাসি জানান ঘটনার পর ২/ ৩ দিন ঘা ঢাকা দিয়ে থাকলেও আসামিরা পুনরায় প্রকাশ্যে এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে, বারাকপুর এলাকার প্রভাবশালি জনপ্রতিনিধির ছত্রছায়ায় বারাকপুর বাজারের ব্যাবসায়িদের কাছে চাঁদা দাবি করে আসছে, এ ঘটনায় এলাকায় পুনরায় আতংক বিরাজ করছে, অতিদ্রত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে পুনরায় এলাকার আইনশৃংখলার অবনতি ঘটতে পারে বলে জানান এলাকাবাসি। অগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারি কর্মকর্তা দিঘলিয়া থানার এস আই মফিজুল ইসলাম বলেন প্রধান হোতা পাভেল গাজী সহ বাকি আসামিদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে ।

খুলনা টাইমস/এমআইআর