বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও কন সেনট্রেটর উদ্বোধন

0
262

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজন লাইন, হাই ফ্লো ন্যাজাল কনোলা এবং অক্সিজেন কন সেনট্রেটর মেশিনের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বাগেরহাটের ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালের ৫০ জন রোগীকে একযোগে অক্সিজেন দেওয়া সম্ভব হবে দাবী স্বাস্থ্য বিভাগের। সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এই অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করেন। এসময় বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,বাগেরহাট জেলা স্বাচিব সভাপতি ডা: মোঃ মোশাররফ হোসেন, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ বেলফার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সাথে , ৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও ৪টি অক্সিজেন কন সেনট্রেটর মেশিন করোনা হাসপাতকে দেয়া হয়েছে। যা আজকে জেলা প্রশাসক উদ্ধোধন করেছেন। ফলে বাগেরহাট সদর হাসপাতালের অভ্যন্তুরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালে একসাথে ৫০ জন করোনা রোগীকে অক্সিজেন সুবিধা দেয়া যাবে। এই অক্সিজেন সিস্টেম বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করেন তিনি।
বাগেরহাট জেলা প্রশাসক মো: মামনুর রশীদ জানান,স্থানীয় সংসদ সদস্যের সার্বিক তও¦াবধায়নে বাগেরহাট জেলার আধুনিক হাসপাতালের রোগীদের করোনা কালিন দু:সময়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ । বিশেষ করে করোনা আক্রান্তু রোগীদের অক্সিজেন সুবিধা নিশ্চিতে বাগেরহাট সদর হাসপাতাল একধাপ এগিয়ে গেল।