বাগেরহাটে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, দুইজন আটক

0
384

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজিকালে দুইজনকে আটক করেছে র‌্যাব-৬। শুক্রবার রাতে বাগেরহাট জেলার সদর থানাধীন দশানি ট্রাফিক মোড় থেকে তাদের আটক করা হয়। গতকাল শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ থানার পূর্ব বহরবুনিয়া গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে মোঃ বেল্লাল হাওলাদার (৪৯) ও পশ্চিম বহরবুনিয়া গ্রামের মৃত মোঃ শিশু মোল্লার ছেলে মোঃ গোলাম মোস্তফা (৪৯)।
র‌্যাব-৬’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ তোফাজ্জল হোসেন জানান, বাগেরহাট জেলার সদর থানাধীন দশানি ট্রাফিক মোড়ে ২ জন ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোঃ সামসুল হক হাওলাদার এর নিকট হতে অবৈধভাবে চাঁদার টাকা গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা দুই চাঁদাবাজকে আটক করা হয়। এসময় ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়কে মোড়লগঞ্জ থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।