বাগেরহাটে চোলাই মদসহ ইউপি সদস্য আটক

0
263

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ লিটার চোলাই মদ একজন ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করেছে। এদের নিকট থেকে পৃথকভাবে ৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ইউপি সদস্য শেখ হোসেন (৩৫) ও তার সহযোগী চাঁপাতলা এলাকার শেখ নজিবুর রহমান (৫০) ও পার্শ্ববর্তী রহিমাবাদ গ্রামের কাজী তৌকির হাসান বিপু। এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। বাগেরহাট মডেল থানার সিনিয়র এসআই তন্ময় মন্ডল জানান, নবাগত পুলিশ সুপারের নির্দেশে জেলা ব্যাপী মাদক বিরোধী অভিযান শুরু করা হয়েছে। এ অভিযানের অংশ হিসাবে থানার এসআই রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকা থেকে দুই লিটার চোলাই মদসহ হোসেন ইউপি সদন্য ও তার সহযোগী নজিবুর রহমানকে হাতে নাতে আটক করে। এর পরপরই শহরের রেলরোড এলাকা থেকে কাজী তৌকির হাসান বিপুকে এক লিটার মদসহ আটক করা হয়। এ ঘটনায় এসআই রিয়াজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রল আইনে মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তন্ময় মন্ডল।