বাগেরহাটে ঐতিহ্যবাহী ১শ ১৪ বছরের পুরানো স্কুলের সম্পত্তি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

0
315
?

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার শতবর্ষের পুরানো ঐতিহ্যবাহী বাঐডাঙ্গা বিএল মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় মানববন্ধন কর্মসূচি ও পালিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে ভূমি দস্যু রবিউল আলম সরদার গংদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, খলিলুর রহমান গাজী, আজগর আলী, ফরিদ শেখ, আবু তালেব, আব্দুল হামিদ শেখ, মোঃ আনিসুর রহমান, মোঃ জাহিদ ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, ১৯০৬ সালে ব্রজলাল চক্রবর্তী নামের শিক্ষানুরাগী ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। তখন বিদ্যালয়ে অনেক জমি ছিল। স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে বিভিন্ন শ্রেনীর দখলবাজরা বিদ্যালয়ের অনেক সম্পত্তি জবর দখল করে নেয়। শেষ পর্যন্ত একটি পুকুর ও খেলার মাঠসহ বিদ্যালয়ের ১ একর ৮৮ শতক ২০১৫ সালে এলাকার চিহ্নিত ভূমি দস্যু রবিউল আলম সরদার বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন একশ ১৪ বছরের খেলার মাঠ দাবি করে খেলার মাঠে ঘরও নির্মান করে। আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
ফকিরহাট উপজেলা ছাত্র লীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস বলেন, একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়ের মাঠ দখলের জন্য পায়তারা করছে রবিউল সরদার। এ কথা সবাই জানে বিদ্যালয়ের জমি ও আশপাশের জমি ব্রজলাল চক্রবর্তীর। এ জমি কিভাবে রবিউল সরদারের পৈত্রিক সম্পত্তি হয় তা আমরা বুঝিনা।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর সবুর শেখ বলেন, জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলার রায় বিদ্যালয়ের পক্ষেই আসবে আশা করি।