বাংলায় ‘টাকা’ নিয়ে যত ছবি

0
579

খুলনাটাইমস বিনোদন: অনেকের প্রচুর ধরনের মন্তব্য রয়েছে বাংলা সিনেমার নাম নিয়ে । তবে যে যাই বলুক না কি কারণে ছবি হিট হলো ছবির নাম থাকে দর্শকদের মুখে মুখে। তবে একটি বিষয় বেশ লক্ষণীয়। সেটা হচ্ছে ঢালিউডে সিনেমার নামে ‘টাকা’ আছে, এমন প্রচুর ছবি রয়েছে। এবং সেগুলোর বেশির ভাগই হিট। এমন একটা সময় ঢালিউড পার করেছে যখন ছবির নামের সাথে ‘টাকা’ যুক্ত থাকলেই চলচ্চিত্রটি ব্যবসায়িক সফলতা পেয়েছে। দর্শক ছবিগুলো পছন্দও করেছিল। টাকার সিনেমা মানেই যেন ছিল হিট, সুপার হিট।
রাজ্জাক-ববিতা অভিনীত ‘টাকা আনা পাই’ ছবিটি মুক্তি পায় ১৯৭০ সালে। বিখ্যাত লেখক ও চলচ্চিত্রকার জহির রায়হানের লেখায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাবুল চৌধুরী। সংগীত পরিচালনায় ছিলেন আলতাফ মাহমুদ। ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন গোলাম মুস্তাফা, বেবী জামান, শওকত আকবর প্রমুখ। এরপর বলতে হয় ‘টাকার পাহাড়’ ছবির কথা। ১৯৯৩ সালে মনতাজুর রহমান আকবর ছবিটি পরিচালনা করেন। এটি ছিলো জনপ্রিয় খামার অভিনেতা ডিপজল অভিনীত প্রথম ছবি। মনতাজুর রহমান আকবর বলেন, সহকারী পরিচালক হিসেবে শ্রদ্ধেয় আজিজুর রহমান, মতিন রহমান স্যার, নারায়ণ ঘোষ মিতা, কাশেম ভাইসহ অনেকের সাথে আমি পেশা করেছি। আমার পরিচালিত প্রথম ছবির নাম ‘টাকার পাহাড়’। এ ছবির নামের সাথে টাকার একটা সম্পর্ক ছিল। বিশেষ করে ধনী-গরিবের কাহিনি এবং সাথে একটি পারিবারিক গল্প ছিল এ ছবিতে। ছবিটি সে সময় হিট হয়েছিল। তবে নামের সঙ্গে যে কোনো ছবিই প্রাসঙ্গিত হতে হবে। এরপর সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘দেনমোহর’ ছবিটি মুক্তি পায়। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক এ ছবিটি পরিচালনা করেন শফি বিক্রমপুরী। এই সুপারহিট ছবিটি ১৯৯১ সালে মুক্তি পাওয়া বলিউডের সালমান টুকরা অভিনিত ‘সানাম বেওয়াফা’ ছবির অফিসিয়াল রিমেক। দুই পরিবারের দ্বন্দ্ব থাকা সত্ত্বেও সালমান ও মৌসুমীর ভালোবাসার আকুলতা মেনে নেন পরিবার। অথচ বাদ সাধে ওই টাকাই। বিয়ের আসরে মেয়েপক্ষ দেনমোহর হিসেবে ৫০ লাখ টাকা ও একশ’ একর জমি দাবি করে নায়কের পরিবারের কাছে। নায়কের পরিবার সেটি মেনে নিয়ে বিয়েতে সম্মতি দেন। এরপর টাকা নিয়ে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে হিটের দেখা পান শাকিব টুকরা ও অপু বিশ্বাস। বলতে গেলে এ ছবি দিয়ে দর্শকমহলে ঝড় তোলেন এই দুই তারকা। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি ব্যাপক ব্যবসা সফলতা পায়। এফ আই মানিক ছবিটি পরিচালনা করেন। তিনি জানান, সে সময় ‘কোটি টাকার কাবিন’ ছিল সবচেয়ে ব্যবসাসফল ছবি। এ ছাড়া এ সময় পি এ সুর্মা পরিচালিত ‘এক টাকার বউ’ ছবিটি দারুণ হিট হয়েছিলো। ‘মন দিলাম প্রাণ দিলাম আর কী দেবো রে’ শিরোনামের গানটি ছিল মানুষের মুখে মুখে। শাকিব খান, শাবনূর ও রোমানা অভিনীত এ ছবিটি মুক্তি পায় ২০০৮ সালে। এ ছাড়া মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত ‘একশো কোটি টাকা’, নায়ক রাজ্জাক পরিচালিত এবং অভিনীত ‘কোটি টাকার ফকির’ ছবিটিও দারুণ ব্যবসা করে। এরপর শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এবং শাকিব টুকরা ও অপু বিশ্বাস অভিনীত ‘টাকার চেয়ে প্রেম বড়’, এম বি মানিক পরিচালিত ‘এক টাকার দেন মোহর’, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কোটি টাকার প্রেম’, কর্মী হায়াৎ পরিচালিত ‘এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে’, ছটকু আহমেদের ‘এক কোটি টাকা’, সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’, শহীদুল ইসলাম খোকনের ‘টাকা’, হাফিজ উদ্দিনের ‘টাকার অহংকারসহ সহ বেশকিছু ছবিতে ব্যবহার হয় টাকার নাম। এরমধ্যে বেশির ভাগ ছবি পেয়েছে ব্যবসাসফলতা।