বশেমুরবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে নেপালি ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

0
483

গোপালগঞ্জ প্রতিনিধি:  গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের এক নেপালি ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক  হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এ ব্যাপারে আজ বুধবার যৌন নিপীড়নের শিকার নেপালি শিক্ষার্থী সুমি শিং রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হুমায়ুন কবির নন মেজর কোর্সের কৃষি বিজ্ঞান বিভাগের ক্লাস নিতেন। ক্লাস শেষে তিনি প্রায়ই ব্যক্তিগতভাবে ওই ছাত্রীকে দেখা করতে বলতেন। পরবর্তীতে তিনি ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে  গ্রহণ করার অনুরোধ করলে সে তা গ্রহণ করে। তারপর থেকে তিনি সেক্সুয়াল ম্যাসেজ করতে থাকে। এবছরের ফেব্রুয়ারি মাসে তিনি বিয়ে করার জন্য আমাকে প্রস্তাব দিতে থাকে। এমনকি ওই ছাত্রীর পেটে তার বাচ্চা দেয়ার প্রস্তাবও দেয়। এসব কথা অন্য শিক্ষকদের জানাতে চাইলে তিনি সুমিকে বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিতে না দেয়াসহ নানাভাবে হুমকি দিতে থাকে।

এ ব্যাপারে সুমি শিং জানান, আমার নিজের লেখা পত্রটি আজ রেজিস্ট্রার বরাবর জমা দিয়েছি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ন্যায্য বিচার পাবো। তবে আমি এখন নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তায় ভুগছি। তাছাড়া এ বিষয়ে কিছুদিন পূর্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছে বলে জানান তিনি।

তবে অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবির এ বিষয়টি ভিত্তিহীন দাবি করে বলেন, ‘সাবেক ভিসি খোন্দকার নাসিরউদ্দিনের নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলা হওয়ার পরে আমি তার বিপক্ষে দাঁড়াই। তাই একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার ড. মোঃ নুরুউদ্দিন আহমেদ বলেন, প্রভাষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুমি শিংয়ের একটি লিখিত পেয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।