বর্ণমালা শিশু শিক্ষালয়ে হাতের লেখা প্রতিযোগিতা

0
616

খবর বিজ্ঞপ্তি:
নগরীর ইকবালনগর বর্ণমালা শিশু শিক্ষালয়ে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল পৌনে পাঁচটায় নিজস্ব মিলনায়তনে এর আয়োজন করা হয়। বর্ণমালা শিশু শিক্ষালয়ের ১৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনির হোসেন। স্বাগত বক্তৃতা করেন পরিচালক লায়লা পারভীন। সভাপতি তার বক্তৃতায় বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে একটি অনন্য প্রতিষ্ঠান। এই আয়োজন একটি ব্যক্তিক্রমি প্রতিযোগিতা। ২০০৪ সালে এর পথ চলা শুরু হয়। হাটি হাটি পা পা করে সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে ১৭তে পা রেখেছে। বর্ণমালা শিশু শিক্ষার জন্য একটি সুসজ্জিত একটি প্রতিষ্ঠান। অংশগ্রহণকারীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্লে শ্রেণি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত ৬৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় অবিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৯ সেপ্টেম্বর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে এবং আগামী ১৮ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় ১ম থেকে ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।