বদলে যাচ্ছে অ্যান্ড্রয়েড!

0
427

অনলাইন ডেস্ক:

বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নাম বদলে যাচ্ছে। সেই সঙ্গে বদলাতে পারে অ্যান্ড্রয়েডের লোগো।

বৃহস্পতিবার মার্কিন জায়ান্ট গুগল এসব কথা জানিয়েছে।
জানা গেছে, বাজারে ছাড়ার দশ বছর পূর্তি উপলক্ষে অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের নাম দেয়া হবে ‘অ্যান্ড্রয়েড ১০’।

অ্যান্ড্রয়েডের ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট সামির সমেত বলেন, প্রথমত আমরা অ্যান্ড্রয়েডেন নাম রাখার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনছি। এবারই প্রথম কোনো কোড নাম ব্যবহার করা হবে। এমনটি এটি কন্টিনিউ করতে পারে পরের বছরগুলোতে। সেই ধারা তৈরি করতে ১০ বছর পূর্তিতে এবার নতুন সংস্করণটির নাম হবে অ্যান্ড্রয়েড ১০।

এছাড়া এবারই প্রথম গুগল তাদের অ্যান্ড্রয়েডের লোগো বদল করতে পারে। সবুজের বদলে সেটি কালো করা হতে পারে। আগামী সপ্তাহ থেকেই গুগল তাদের নতুন লোগো ব্যবহার শুরু করতে পারে।

সূত্র: এনডিটিভি, দ্য ভার্জ