বটিয়াঘাটায় নেট জাল দিয়ে মাছের বংশ ধ্বংস করা হচ্ছে

0
311

বটিয়াঘাটা প্রতিনিধি:
তদারকির অভাবে বটিয়াঘাটার কাজীবাছা নদী সহ উপক‚লিয় নদী কাজীবাছা, পশুর, শোলমারী ও শিবসা নদীতে অবাধে নেট জাল দিয়ে রেনু পোনা ধরায় ধ্বংস হ”েছ বিভিন্ন প্রজাতির মাছের রেনু। নেট জাল দিয়ে রেনু ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নদীর দু’পার দিয়ে হাজার হাজার নেট জাল টেনে বাগদা ও গলদার রেনু ধরছে এলকার অনেক মানুষ। এতে রেনু ধরার সাথে সাথে কোটি-কোটি অন্যান্য জাতের মাছের রেনু ধ্বংস হ”েছ। উপজেলা মৎস্য কর্মকর্তা-কর্মচারী সহ কোস্ট গার্ড এর দায়িত্ব নেট জাল দিয়ে যাতে রেনু ধ্বংস করতে না পারে তা দেখা। কিš’ বাস্তব ক্ষেত্রে দেখা যায় কোস্ট গার্ড অথবা মৎস্য অধিদপ্তরের লোকজন মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু জাল জব্দ ও জরিমানা করলেও থেমে নেই নেট জাল দিয়ে রেনু ধরা। তাই যখন কোস্ট গার্ড বা মৎস্য কর্মকর্তারা ঘটনা ¯’লে আসেন সে সময়টুকুই তারা গা ঢাকা দেন। তারা চলে গেলেই পুণরায় শুরু করেন রেনু ধরা। এমনি করে পরবর্তি অভিযান পরিচালনা না হওয়া পর্যন্ত চলে অবাধে রেনু ধরা। এ অব¯’া চলতে থাকলে মাছের বংশ ধ্বংস হয়ে বটিয়াঘাটার নদ-নদীতে মৎস্য সংকট আরোও তীব্রতর হবে। এ ব্যাপারে বটিয়াঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুনের সংগে আলাপ করলে তিনি জানান, তারা যথা সাধ্য নেট জাল বন্ধ করার চেষ্টা করছেন। এব্যপারে কোস্ট গার্ডও যথেষ্ট সহায়তা করছেন। কিš’ নেট ধরারা এত সচেতন যে অভিযান শুরুর পূর্বেই তারা বিভাবে অবহিত হয়ে যান এবং দ্রæত জাল নিয়ে সরে পড়েন। তা সত্বেও মাঝে মধ্যে জাল ধরা ও জরিমানা করা হয়। এ অব¯’ায় অব্যাহত থাকবে।